চট্টগ্রামে আটক জঙ্গি রিমান্ডে
চট্টগ্রামে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে খালেদ হাসান রাকিব নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাবিক নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের সামরিক শাখার অন্যতম নেতা।
urgentPhoto
র্যাবের সহকারী পরিচালক সোহেল মাহামুদ জানান, আজ মঙ্গলবার সকালে বন্দর নগরীর স্টেশন রোড থেকে রাকিবকে আটক করা হয়। রাকিব নতুন এ সংগঠনকে সংগঠিত করতে কাজ করছিলেন। বিকেলে তাঁকে আদালতে হাজির করে ১০ দিনে রিমান্ডের আবেদন জানায় র্যাব। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ ফেরুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ে অস্ত্র উদ্ধার ও জঙ্গি আটক এবং আস্তানার সন্ধান পায় র্যাব। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। রাকিব এর সাথে সম্পৃক্ত কি না তাও যাচায় করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।