ফরিদপুরের মধুখালীতে তিনজনকে কুপিয়ে জখম
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকায় আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সৌগত বসুর গ্রামের বাড়িতে তার মা- বাবাসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। আহতদের মধ্যে রয়েছেন সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকুলী বসু (৬১) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৬)। তারা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত আটটার দিকে বাড়ির সবাই টিভি দেখছিলেন। এ সময় ঘরের ভেতর একজনকে দেখতে পায়। তাকে ধাওয়া দিলে বাড়ির দোতলা অবস্থান নেয়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে শ্যামলেন্দু বসুর মাথায় কোপ দেয়। পরে অন্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।
সাংবাদিক সৌগত বসু বলেন, ‘বাড়িতে আমার বাবা-মা ছাড়া কেউ থাকে না এবং আমার অসুস্থ মাকে দেখাশোনা করত প্রীতি। এটি চুরির কোনো ঘটনা নয়। আমাদের বাড়িতে অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখে। কেউ চুরি করলে তখন আসবে কেন? এ ছাড়া কোনো মালামালও খোয়া যায়নি। এটা অবশ্যই হামলা বা অন্য কোনো ঘটনা হবে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে চুরি করতে গিয়ে ওই ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছে। ১৪ থেকে ১৫ বছরের এক কিশোর ওই বাড়িতে অবস্থান নিয়েছিল। বিষয়টি দেখতে পেয়ে গৃহকর্তা তাকে ধাওয়া দেয়। এ সময় সে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’