নোয়াখালীকে বিভাগ করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছে লক্ষ্মীপুরবাসী। আজ সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা এ আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এ সময় নারী নেত্রী ও জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাজান কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, নোয়াখালীর দীর্ঘ ইতিহাস-ঐতিহ্য রয়েছে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করা যেতে পারে। বিভাগ বাস্তবায়নের জন্য বক্তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।
সম্প্রতি ময়নামতি বিভাগ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ কয়েকটি জেলা থাকবে। এরই মধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ময়নামতি বিভাগের পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়েছে।