জঙ্গিবাদ বার্নিং ইস্যু : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমানে জঙ্গিবাদ একটি বার্নিং ইস্যু (আলোচিত বিষয়)। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের নজরদারিতে রাখা হচ্ছে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে আমির হোসেন আমু বলেন, ‘বৈঠকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যারা দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছে, তাদের বিষয়ে তদন্তসহ নজরদারিতে রাখার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে যাতে জঙ্গিবাদ সৃষ্টি না হয়, সে জন্য আমাদের এ ব্যবস্থা নিতে হচ্ছে।’
জঙ্গিবাদ আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
বৈঠকে চাঁদাবাজ, পেশাদার সন্ত্রাসী ও দস্যুদের বিশেষ নজরদারিতে রাখারও সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযান আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক