আবার বাড়ল গ্যাসের দাম
গ্যাসের দাম ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী মাস থেকে দুই ধাপে বাড়ছে গ্যাসের দাম।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।
জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা এবং দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা।
বর্তমানে এক চুলার জন্য দিতে হয় ৬০০ টাকা এবং দুই চুলার জন্য দিতে হয় ৬৫০ টাকা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ১ মার্চ থেকে সিএনজি ইউনিটপ্রতি ৩৮ টাকা হবে। পরে আগামী ১ জুন থেকে তা হবে ৪০ টাকা।