পাবনার দুজনের অস্বাভাবিক মৃত্যু
পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ট্রেনে কাটা পড়ে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। চাটমোহরে আজ শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাফিল আলম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া জগতলা ঢালান এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি।
ইসরাফিল আলমের বাড়ি স্থানীয় কাটেঙ্গা উত্তরপাড়া গ্রামে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত (ওসি) সুব্রত কুমার জানান, ইসরাফিল আজ সকাল ৯টার দিকে তাঁর ঘরে বিদ্যুতের তার জোড়া লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথের জগতলা ঢালান এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রেললাইন ধরে চলার সময় কোনো এক ট্রেনের নিচে তিনি কাটা পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা