ঈশ্বরদীতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা নিয়ে সেমিনার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/12/photo-1434116187.jpg)
পাবনার ঈশ্বরদী উপজেলার ইক্ষু গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আজ শুক্রবার সকালে শিক্ষার উন্নয়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিএসবি ক্যামব্রিয়ানের সহযোগিতায় শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা ও সাপ্তাহিক ঈশ্বরদী এ সেমিনারের আয়োজন করে।
এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু ও অধ্যাপক আবুল কালাম আজাদ অতিথির বক্তব্য দেন।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আইনুল ইসলামের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক স্বপন কুমার কুণ্ডু, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদারসহ বিভিন্ন শিক্ষকরা বক্তব্য দেন।
প্রধান বক্তা হিসেবে লায়ন এম কে বাশার বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে স্ব স্ব ক্ষেত্রে নিজে দায়িত্ব নিয়ে শিক্ষকদের সঠিকভাবে কাজ করতে হবে। ডিজিটাল শিক্ষার বিস্তার ঘটাতে ও মানোন্নয়নে আমরা সবাই একযোগে কাজ করতে চাই। আমরা এমনভাবে ডিজিটাল শিক্ষা দিতে চাই, যাতে আমাদের ছেলেমেয়েরা সারা বিশ্বে সব ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।’