অপকর্মকারীদের ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

দেশের যেকোনো উন্নয়নকাজ মানসম্মতভাবে সময়মতো শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা অপকর্ম করবে, তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম ওয়াসার ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’-এর উদ্বোনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘কাজের দায়িত্বপ্রাপ্ত যিনিই হোন মান বজায় রেখে নির্ধারিত সময় অবশ্যই কাজ শেষ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।’
এর আগে শেখ হাসিনা ফলক উন্মোচনের মাধ্যমে দৈনিক নয় কোটি লিটার পানি সরবরাহে সক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যয় বহুল পরিশোধিত পানির অপচয় রোধ করার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী কর্ণফুলী নদীর দূষণ বন্ধে সুয়ারেজ ব্যবস্থা চালুর নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দর সড়কের দুরবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, আট হাজার ৪৫৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প চালু হওয়ার ফলে চট্টগ্রামে অতিরিক্ত ১৪ কোটিসহ ৩৩ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে, যা মোট চাহিদার ৭০ শতাংশ।
পতেঙ্গা বোটক্লাবে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হসেন, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম ফজলুল্লাহ।