মাগুরায় স্কুলছাত্রী লাঞ্ছিত, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মাগুরায় নবম শ্রেণির এক ছাত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা মাগুরা দুধমল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শহরের চৌরঙ্গী মোড় পর্যন্ত সড়কের পাশে অবস্থান নেয়।
মানববন্ধনে দুধমল্লিক উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম নিলু, পরিচালনা পর্ষদের সদস্য কাজী আবু নঈম ও ছাত্রীদের পক্ষে অর্পিতা সাহা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, মাসুদ বিশ্বাস নামের চিহ্নিত এক বখাটে গত রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে চড় মেরে লাঞ্ছিত করে। ওই ছাত্রীর ‘দোষ’ ছিল, মাসুদের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া। অপমান সহ্য করতে না পেরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ ওই বখাটেকে আটক করে জেলহাজতে পাঠায়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইভটিজার মাসুদ বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।