আটক ফটো সাংবাদিক রিমান্ড শেষে জেলহাজতে
সিলেটে লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে সাত দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুর ২টায় ইদ্রিস আলীকে মহানগর হাকিম-২ ফারহানা ইয়াসমিনের আদালতে আনা হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল রোববার রাতে ইদ্রিস আলীকে ঢাকা থেকে সিলেটে নিয়ে আসা হয়।
সাত দিনের রিমান্ড শেষে ইদ্রিস আলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁর দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখছেন তদন্তকারীরা। ফলে তদন্তকারী কর্মকর্তা আজ আর নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেননি।
স্থানীয় আলোকচিত্র সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেপ্তারের পর গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী সিলেটের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করলে ঢাকার সিআইডি কার্যালয়ে রোববার বিকেল পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে সে সম্পর্কে গণমাধ্যমের কাছে কিছু জানাননি সিআইডির কর্মকর্তারা।