ব্লগার অনন্ত হত্যা মামলা সিআইডিতে
মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ সোমবার সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এ তথ্য জানিয়েছে।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার রহমত আলী এনটিভি অনলাইনকে জানান, অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডিতে দিতে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সন্ধ্যা পর্যন্ত মামলার তদন্তভার সিআইডিকে বুঝিয়ে দেওয়া হয়নি।
গত ১২ মে সকালে ব্যাংকে যাওয়ার পথে সিলেট নগরীর সুবিদবাজারে ধাওয়া করে মুখোশধারী দুর্বৃত্তরা ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে। তিনি মুক্তমনা ও সামহোয়ার ইন ব্লগে লেখালেখি করতেন।
৩৪ বছর বয়সী অনন্তের সম্পাদনায় সিলেট থেকে প্রকাশিত হচ্ছিল বিজ্ঞানবিষয়ক ছোটকাগজ ‘যুক্তি’। হত্যাকাণ্ডের পরপরই আনসার বাংলা ৮ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।