ব্লগার অনন্ত হত্যায় যুক্তরাষ্ট্রের নিন্দা
বাংলাদেশে লেখক এবং ব্লগারদের ওপর আক্রমণের ধারাবাহিকতায় ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত উপমুখপাত্র জেফ রাথকে।
ব্রিফিংয়ের শুরুতেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখেন জেফ রাথকে। এ সময় বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাঁর (অনন্ত বিজয় দাশ) পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। আমরা আশা করি, এ ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে সাজা দেবে বাংলাদেশ সরকার। বিশ্ব মানবাধিকার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে তাও সরকারকে নিশ্চিত করতে হবে।’
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি বলেছেন যে ব্লগারকে হত্যা করা হয়েছে, তাকে কে বা কারা হত্যা করেছে এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কি? কারণ বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এটা নিয়ে নানা ধরনের বিতর্ক দেখা গেছে। কেউ হয়তো কোনো অন্যায় করেছে, অথচ দোষ দেওয়া হচ্ছে অন্য আরেকজনকে। তো আপনার কাছে কি কোনো সূত্র আছে যে এই ব্লগারকে কে হত্যা করেছে বা কারা এইসব ব্লগারদের হত্যা করছে?’
এই প্রশ্নের জবাবে রাথকে বলেন, ‘দেখুন এই ঘটনাটি মাত্রই ঘটেছে। বাংলাদেশের কর্তৃপক্ষ এখন ঘটনাটির তদন্ত করছে। তাই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা তাদের জিজ্ঞাসা করতেই পরামর্শ দেব আমি। তবে এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে এই মুহূর্তে বলার মতো কোনো তথ্যই আমার হাতে নেই।’
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে প্রশ্ন করেন ওই সাংবাদিক। তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে একটি প্রশ্ন আমি উত্থাপন করতে চাই। তিনি বাংলাদেশের বিরোধী দল বিএনপির মুখপাত্র ছিলেন। গতকাল তাঁকে ভারতে খুঁজে পাওয়া গেছে এবং ভারতের পুলিশ তাঁকে আটক করেছে। সেখান থেকে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। তো তাঁকে ভারতে খুঁজে পাওয়া গেছে, ৬৩ দিন আগে তাঁকে অপহরণ করা হয়। তাঁর সঙ্গে আসলে কী হচ্ছে এ বিষয়ে আপনার কাছে কোনো বার্তা আছে কি?’
বিষয়টির সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় জানিয়ে ভারপ্রাপ্ত উপমুখপাত্র বলেন, ‘আমি দুঃখিত। আমরা এর সঙ্গে জড়িত নই। এই বিষয়ে আপনাকে জানানোর মতো কোনো তথ্য আমার কাছে নেই।’