ঝিনাইদহে মানবপাচারের মামলায় আরো একজন গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/15/photo-1434371771.jpg)
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মানবপাচারের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় জেলা শহরের চাকলাপাড়া থেকে আলিজান ওরফে বাদশা মোল্লা (৫৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাদশা শৈলকুপা উপজেলার ব্যাশপুর গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. আলতাফ হোসেন এনটিভি অনলাইনকে জানান, বাদশা মালয়েশিয়ায় পাচারের নামে এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর কাছ থেকে মানব পাচার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে শৈলকুপা থানায় তিনটি মামলা রয়েছে।
এ নিয়ে মানবপাচারের অভিযোগে জেলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ছয় থানায় মামলা হয়েছে সাতটি।