কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনায় মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/kafi.jpg)
কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুনের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কলাপাড়া থানায় এ মামলা করেন কাফি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমণ্ডি-৩২ এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে থাকায় পরিকল্পিতভাবে কাফির বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘কাফির ঘর পোড়ানোর বিষয়টি পুলিশ তদন্ত করছে। এখানে যদি কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।’
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয়। আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ছয় সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হন। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/13/kafi_2.jpg)
কাফি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসে দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করা হয়ে থাকে।