‘৩০ লাখ টাকার’ চোরাই কাঠ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/17/photo-1489766703.jpg)
বান্দরবানের থানচির সংরক্ষিত সাঙ্গু বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় কাঠবোঝাই চারটি ট্রাক আটক করেছে আনসার বাহিনী। গতকাল বৃহস্পতিবার কাঠসহ ট্রাক চারটি বন বিভাগকে হস্তান্তর করা হয়।
জব্দ করা কাঠের দাম প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করছেন বন কর্মকর্তা কাজী কামাল উদ্দিন।
বন বিভাগ ও স্থানীয়রা জানায়, কাঠভর্তি ১৭টি ট্রাক থানচি থেকে বান্দরবান শহরে যাচ্ছিল। পথে চিম্বুক ওয়াইজংশন চেকপোস্টে ট্রাকগুলোতে তল্লাশি করে আনসার বাহিনীর সদস্যরা। এতে ১৩টি ট্রাকের বন বিভাগের অনুমতিসহ বৈধ কাগজপত্র থাকলেও বাকি চারটির ছিল না।
চোরাই কাঠগুলো কাঠ ব্যবসায়ী মোহাম্মদ করিমের বলে জানা গেছে। তবে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা কাজী কামাল উদ্দিন জানান, অবৈধ কাঠ পরিবহনের দায়ে কাঠবোঝাই ট্রাকগুলো আটক করা হয়েছে। জব্দ করা কাঠের তালিকা তৈরি করা হচ্ছে।