গোপালগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/atok.jpg)
গোপালগঞ্জে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্টে’ গোপালগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক (৩৭), সদর উপজেলার বনগ্রামের সোহরাব হোসেনের ছেলে হাফিজুর রহমান মোল্লা (৪৫), শহরের আরামবাগ এলাকার বাবুল শিকদারের দুই ছেলে ছাত্রলীগকর্মী নাঈমুর রহমান শাওন শিকদার (২০) ও লিওন শিকদার (২১)। তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।