ভাঙ্গুড়ায় আ. লীগ, মন্ডুতোষে বিএনপি জয়ী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/15/photo-1434379744.jpg)
দীর্ঘ ১৮ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পাবনার ভাঙ্গুড়া সদর ও মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচন। আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত দুটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়।
ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোকাদ্দেস আলী বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী ভাঙ্গুড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেলাল হোসেন (ফ্রিজ মার্কা) দুই হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (টেবিল ফ্যান মার্কা) পেয়েছেন দুই হাজার ২৪৫ ভোট।
অন্যদিকে মন্ডুতোষ ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ (টেবিল ফ্যান মার্কা) এক হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফসার আলী মাস্টার (দুটি পাতা মার্কা) পেয়েছেন এক হাজার ২৯৬ ভোট।
দুই ইউনিয়নে দুটি চেয়ারম্যান, ১৮টি সাধারণ সদস্য ও ছয়টি সংরক্ষিত সদস্য পদের জন্য ভোটযুদ্ধে নেমেছিলেন মোট ১১৫ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ভাঙ্গুড়া ইউনিয়নে ছয়জন এবং মন্ডুতোষ ইউনিয়নে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া দুই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৮০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোকাদ্দেস আলী জানান, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৯৯৭ সালে ভাঙ্গুড়া ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ শহরকে পৌরসভা ঘোষণার পর সদর ইউনিয়নকে ভেঙে ভাঙ্গুড়া এবং মন্ডুতোষ নামে দুটি ইউনিয়ন গঠন করা হয়।
সেই সাথে নবগঠিত দুই ইউনিয়নে দুজন প্রশাসক নিয়োগ করা হয়। এর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আমির হোসেন বাদী হয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন এবং সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে অপর একটি মামলা দায়ের করেন।
এ সব মামলার কারণে এত দিন এই দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি মামলা দুটি নিষ্পত্তি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদ গঠন সংক্রান্ত গেজেট প্রকাশ করে।