জঙ্গি হামলা বিচ্ছিন্ন ঘটনামাত্র, ভয়ের কিছু নেই : ডিএমপি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/18/photo-1489839285.jpg)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘রাজধানীর আশকোনা ও খিলগাঁওয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে জঙ্গি হামলা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এতে ভয়ের কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তায় সব সময় পাশে আছেন।’
আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির সুফিয়া কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জঙ্গিবাদবিরোধী এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। অনুষ্ঠানে ড. মো. আবদুল হালিম পাটওয়ারী সভাপতিত্ব করেন।
‘স্মরণকালের যেকোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো’ উল্লেখ করে কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন একের পর এক সফল অভিযান চালিয়ে জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে, তখনই জঙ্গিরা রাজধানীর আশকোনা ও খিলগাঁওয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে হামলা চায়িয়েছে। তিনি বলেন, ‘যেকোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গি হামলা মোকাবিলা করার মতো আমাদের প্রস্তুতি রয়েছে।’
‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় জঙ্গিবাদের কোনো স্থান নেই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেকোনো মূল্যে এ দেশ থেকে জঙ্গিবাদের মূলোৎপাটন করা হবে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলো বিচ্ছিন্ন ঘটনা হলেও এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’, যোগ করেন আছাদুজ্জামান।
ডিএমপি কমিশনার বলেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। এখানে ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটি অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ধর্মের অপপ্রচার চালিয়ে তারা নাশকতা চালাচ্ছে। এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।
কমিশনার আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে, তখনই স্বাধীনতাবিরোধী একটি অশুভ শক্তি অকার্যকর, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে এ ধরনের জঙ্গি হামলা চালাচ্ছে। এর আগেও পুলিশ দেশের জন্য আত্মাহুতি দিয়েছিল, এখনো বুকের তাজা রক্ত দিয়ে এ ধরনের জঙ্গি হামলা মোকাবিলা করেছে। এর বাস্তব প্রমাণ হলো গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলা। তারা এখনো জীবন বাজি রেখে যেকোনো ধরনের হামলা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে বলে উল্লেখ করেন কমিশনার।
‘জঙ্গিদের সব নেটওয়ার্ক সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা অবগত আছে। জঙ্গিবাদ এখন বিশ্বের বড় সমস্যা। সে সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে’, যোগ করেন ডিএমপি কমিশনার।