লক্ষ্মীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সুব্রত সাহার ওপর বহিরাগত বখাটেদের হামলার প্রতিবাদ ও তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রলীগ।
আজ বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
এ সময় বক্তব্য দেন পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক কামরান হাসান কাউছার, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সজীব, উজ্জ্বল ইমতিজা শিশির প্রমুখ।
এ সময় বক্তারা শিক্ষকের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত সোমবার বিকেলে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক সুব্রত সাহা কলেজ থেকে বাসায় ফেরার পথে বহিরাগত বখাটে জুয়েল মিয়া দুখু (২৫) ও তার সহযোগীরা ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায়।