ট্রাক-পিকআপের সংঘর্ষে চালক, সহকারী নিহত

মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পিকআপভ্যানের চালক ও ট্রাকচালকের সহকারী। তাঁদের মধ্যে পিকআপভ্যানের চালকের নাম জানা যায়নি। ট্রাকচালকের সহকারীর নাম আবদুল হামিদ (৩০)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য সত্যপুর গ্রামে।
নিহত দুজনের লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাগুরার রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা জানান, ভোরে মাগুরার বেলনগর এলাকায় একটি ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপচালক। পরে আহত অবস্থায় ট্রাকচালকের সহকারী আবদুল হামিদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
এএসআই আরো বলেন, সড়কে অত্যধিক কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে পালিয়ে গেছেন চালক।