চমেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে দীর্ঘ ১২ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের কনফারেন্স হলে কর্তৃপক্ষ ও ইন্টার্ন চিকিৎসকদের সাথে সমঝোতা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর স্বজনদের সাথে এক নারী ইন্টার্ন চিকিৎসকের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা ওই চিকিৎসকের ওপর হামলা চালায়। এর প্রতিবাদসহ দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাত থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। এর ফলে রোগীদের ভোগান্তি বেড়ে যায়। সকালে একই দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের সাথে সমঝোতা বৈঠকের মাধ্যমে কর্মবিরতি প্রত্যাহার করে নেন তাঁরা।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি মুজিবুল হক জানান, চিকিৎসকের ওপর হামলার ঘটনার সাথে জড়িত রোগীর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার মূল হোতা রোগীর আরেক স্বজনকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।