কুমিল্লায় ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যা ৬টা থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা জানান।
বিজিবি কর্মকর্তা জানান, নির্বাচন চলাকালীন নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এ দিকে সোমবার মধ্যরাত ১২টার আগেই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্যদের নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে ২৯ মার্চ রাত ১২টা থেকে ৩০ মার্চ রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার রাত ১২টা থেকে ৩১ মার্চ সকাল ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইসি সূত্র জানায়, সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, মোতায়েনসহ ২৭টি ওয়ার্ডে ২৭ জন নির্বাহী হাকিম এবং বিচারিক ম্যাজিষ্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে রিটানিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানিয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৫৮ জন প্রার্থীর মধ্যে মেয়র পদে চারজন, ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১৪ জন, এবং নয়টি সংরক্ষিত আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আঞ্জুম সুলাতানা সীমা এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে।
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাসস