চট্টগ্রামে ট্রাকচাপায় কলেজছাত্রের মৃত্যু
চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারে ট্রাকচাপায় সত্যপ্রিয় দাশ (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সত্যপ্রিয় চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি সম্মান চতুর্থ বর্ষের ছাত্র।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ফ্লাইওভার দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক সত্যপ্রিয়কে পেছন থেকে চাপা দেয়। পরে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি পুলিশ জব্দ করেছে বলে জানান ওসি মহিউদ্দিন। নিহত সত্যপ্রিয় দাশের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গত শনিবার সকালে নগরীর সিটি গেট এলাকায় ট্রাকচাপায় মোস্তাফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান সম্মান প্রথম বর্ষের দুই শিক্ষার্থী মারা যায়।