মাগুরায় ৪ সাংবাদিকের মৃত্যুতে স্মরণ সভা

মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলুসহ চার সাংবাদিকের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মিহির লাল কুরি।
প্রেসক্লাবের অর্থ সম্পাদক অলোক বোসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান,খান গোলাম মোস্তফা মাকুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, এম এ হাকিম, শালিখা প্রেসক্লাবের সভাপতি সর্দার ফারুক আহমেদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, কবি সাগর জামান, শেখ ইলিয়াস মিথুন, মেহেদী হাসান মিঠু।
বক্তারা, প্রয়াত চার সাংবাদিকের কর্মময় জীবন তুলে ধরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকাস্থ মাগুরা সমিতির সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক বুলু শরীফের ভাই শরীফ আজিজুল হাসান মোহন, ছেলে শরীফ আনোয়ারুল হাসান রবিন, প্রয়াত সাংবাদিক আবুল খায়েরের ভাই রেজাউল আনোয়ার হারুন, প্রয়াত দীপক রায় চৌধুরীর ভাতিজা সঞ্জয় রায় চৌধুরী ও চম্পক রায় চৌধুরীর মেয়ে মৌটিসা রায় চৌধুরী।
অনুষ্ঠানে প্রেসক্লাবের কল্যাণ তহবিল থেকে প্রয়াত চার সাংবাদিকের মধ্যে বুলু শরীফ, আবুল খায়ের ও দীপক রায় চৌধুরীর পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হয়।
গত ১৮ মার্চ মাগুরা প্রেসক্লাবের সভাপতি বুলু শরীফ প্রেসক্লাবে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে ৯ ফেব্রুয়ারি মারা যান সহসভাপতি আবুল খায়ের আবলু। গত বছর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট দীপক রায় চৌধুরী এবং ২০১৫ সালে কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট চম্পক রায় চৌধুরী মারা যান।