কমলনগরে জামায়াত-শিবিরের ১৫ জন আটক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিনসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মার্কাজ মসজিদের পেছনে একটি বাড়ি থেকে এঁদের আটক করা হয়।
থানা পুলিশ জানায়, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ৪০ নেতাকর্মী ওই ঘরে বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জন দৌড়ে পালিয়ে যায়। এ সময় ১৫ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ, কমলনগর উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ জেলা ও উপজেলাসহ বিভিন্ন শাখার জামায়াত-শিবিবের দায়িত্বশীল নেতা রয়েছে।
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আটক নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল, বেশ কিছু লিফলেট ও বই জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।