রেলের বগি উদ্ধার হয়নি চার দিনেও
চট্টগ্রাম-দোহাজারী রেল সেতু ভেঙে দুর্ঘটনাকবলিত রেল ইঞ্জিন ও তেলের বগি চার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার ফলে খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহের কাজ শুরু করেছে কোস্টগার্ডের দুটি হাইস্পিড বোট। আর স্থানীয়ভাবে তেল অপসারণের কাজ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
রোববার রাতে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন জানিয়েছেন, ইঞ্জিন ও ওয়াগন উদ্ধার করে আগামী চার-পাঁচ দিনের মধ্যে ভাঙা সেতু মেরামতসহ রেল সড়কের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে।
রেলপথ সচিব বলেন, বিপিসির তেল বহন করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। সবাই মিলে কাজ করলে ক্ষতির মাত্রা রোধ করা যাবে। তবে কার গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
গত শুক্রবার বোয়ালখালী এলাকায় সেতু ধসে পড়ে যাওয়া রেল ইঞ্জিন ও তেলের ট্যাঙ্কার উদ্ধার না হওয়ায় দোহাজারীর সঙ্গে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। দুর্ঘটনার ফলে দুটি ওয়াগনের ৫০ টন জ্বালানি তেল খাল-বিল হয়ে নদীতে ছড়িয়ে পড়ায় সেসব সংগ্রহের চেষ্টা চলছে। তেল অপসারণে কোস্টগার্ডের সদস্যরা অংশ নিয়েছেন। ফোমের মাধ্যমে খাল থেকে তেল তুলে নেওয়ার কাজ করছেন শ্রমিকরা। স্থানীয়দের উদ্ধার করা তেল প্রতি লিটার ৬০ টাকা কেজি দরে কিনছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।