খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির
পচা গম আমদানির হোতাদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের স্বার্থে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পদত্যাগও দাবি করেছে দলটি।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
বিএনপির মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, বর্তমান খাদ্রমন্ত্রী যিনি আছেন তাঁকে স্বপদে বহাল রেখে এই তদন্ত সুষ্ঠুভাবে করা সম্ভব হবে কি না সেটাও একটা প্রশ্ন থাকে। কারণ, এই যে খাদ্যের নামে গম আমদানি করা হলো, এটা তো উনার জ্ঞাতসারেই হয়েছে। আমরা মনে করি, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁকে স্বপদে বহাল রাখাটা সমীচীন হবে না।’
দেশে পর্যাপ্ত গম মজুদ থাকার পরও অতিরিক্ত পচা গম আমদানি করা হয়েছে শাসক দলের পকেট ভারী করার জন্য- এমন অভিযোগ করে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন এ ব্যাপারে এখনো কোনো তদন্ত কমিটি গঠন না করার নিন্দা জানান।
সম্প্রতি ব্রাজিল থেকে আনা গমের মান নিয়ে প্রশ্ন উঠে। গণমাধ্যমের খবরে বলা হয়, ‘দেখতে খারাপ’ এসব গম খাবারের অনুপযোগী। গমের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
তবে খাদ্য অধিদপ্তরে নিম্নমানের গম আমদানির বিষয়ে যেসব কথাবার্তা হচ্ছে, তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গত শনিবার (২১ জুন) সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বলেন, মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে ১৫টি গুদামের গমের নমুনা এসে পৌঁছেছে। এগুলো ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ১৫টি গুদামের গমের নমুনা পরীক্ষার ফল জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক