আগামী ৫ দিনে শীত কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস
সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। দেশের অন্তত সাতটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় নৌযান ও সড়কপথে যান চলাচল বিঘ্নিত হতে পারে।
আগামী ৫ দিনের তাপমাত্রার চিত্র
শনিবার (২৭ ডিসেম্বর) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (২৯ ডিসেম্বর) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত অবস্থায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহের এই ধারা মাসজুড়েই অব্যাহত থাকতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক