পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন যুক্তরাষ্ট্র, বাংলাদেশে আসছেন মমতা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/11/photo-1423650682.jpg)
ওয়াশিংটনে আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সহিংস চরমপন্থা প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, যদিও পারিবারিক কিছু কারণে মন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যেতে রাজি নন, তবু সফরের গুরুত্ব বিবেচনা করে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয়।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফর শেষে ফেরার সময় এ এইচ মাহমুদ আলীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় এ এইচ মাহমুদ আলী যুক্তরাষ্ট্র সফরে গেলেও তাতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরে এলেও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাঁর পক্ষে সম্মেলনটিতে অবস্থান করবেন।
যুক্তরাষ্ট্রের ওই সম্মেলনে যোগ দিতে গেলে বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গেও মাহমুদ আলীর সাক্ষাৎ হবে বলে সফরটিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচিতে বিভিন্ন দেশ থেকে আসা মন্ত্রীরা অংশ নেবেন। বিশ্বব্যাপী চলা সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মানুষ ও সংস্থাকে উদ্বুদ্ধ করতেই এই সম্মেলনের আয়োজন করেছে হোয়াইট হাউস। সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের স্থানীয় অংশীদারদের ক্ষমতায়নের বিষয়ে ২০১১ সালের আগস্ট মাসে হোয়াইট হাউসের নেওয়া পরিকল্পনারই অংশ এই সম্মেলন।