দুই দিন পর পুকুর থেকে শিশুর লাশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/22/photo-1434991211.jpg)
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল আবাসন এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ সোমবার পুকুর থেকে আয়শা (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্বজনরা।
স্থানীয় লোকজন জানায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডল আবাসন প্রকল্পের ১০ নম্বর ব্যারাকে বসবাসকারী ইকবাল হোসেনের মেয়ে আয়শাকে গত শনিবার দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন পরিবারের লোকজন। পরে প্রতিবেশীরা আজ সোমবার দুপুরে ব্যারাকের দক্ষিণ পাশের পুকুর থেকে আয়শার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা খবর দিলে আত্মীয়স্বজন এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাব্বের আলী জানান, দুই দিন নিখোঁজের পর মেয়েটিকে তার পরিবারের লোকজন পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে সবার মতামত সাপেক্ষে লাশ কবরস্থানে দাফন করা হয়।