নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদীরা সক্রিয় হয়ে উঠেছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ শনিবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে বক্তব্য দেন। ছবি : এনটিভি
আগামী নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদীরা সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত। জঙ্গিবাদ মোকাবিলায় মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ মানে না, বঙ্গবন্ধুকে স্বীকার করে না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গির দোসর, পৃষ্ঠপোষক রাজনৈতিক বন্ধু বিএনপি ও খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। এটা কঠিন কাজ। কিন্তু এ কঠিন কাজ যদি আমি, আপনারা ঠিকভাবে না করতে পারি তাহলে হত্যা ও খুনের রাজনীতি অব্যাহত থাকবে। জঙ্গি ও সন্ত্রাস অব্যাহত থাকবে।’

নিজস্ব প্রতিবেদক