চট্টগ্রামে ১৩০টি সোনার বার উদ্ধার, আটক ৩
চট্টগ্রামে আজ মঙ্গলবার ১৩০টি সোনার বারসহ আটক তিনজন। ছবি : নিউজ রুম ফটো
চট্টগ্রামে ১৩০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর বায়েজিদ থানা এলাকার হিলভিউ এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ এসব সোনার বার উদ্ধার করেছে পুলিশ।
অবৈধভাবে বিপুল পরিমাণ সোনা রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোনার ওজনের পরিমাণ ১২ কেজি এবং বাজারে এর মূল্য ছয় কোটি টাকা।
এ ব্যাপারে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) এম এ হালিম জানান, ১৩০টি সোনার বারসহ মো. ফারুক, মো. জাকির ও মো. জহির নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে একজন প্রাইভেটকারের চালক, দুজন যাত্রী।
এম এ হালিম আরো জানানা, প্রাইভেট কারের তেলের ট্যাংকের ভেতরে করে এসব সোনার বার চট্টগ্রাম থেকে ঢাকা নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাস্তায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ সোনার বার উদ্ধার করে বলে জানায় তিনি জানান।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম