চরফ্যাশনে বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/23/photo-1435059640.jpg)
দুই দিন ধরে বিদ্যুৎ না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ভোলার চরফ্যাশনের বিদ্যুৎ বিভাগের দুটি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিদ্যুৎ বিভাগের চরফ্যাশন উপজেলার ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী সবুজ রায় জানান, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী শরীফপাড়া পশু হাসপাতাল ও শহরের মাছ বাজারের সামনের দুটি বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর করে। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ঢুকে কম্পিউটারসহ সব আসবাব ভাঙচুর করেন। হামলা থেকে অফিসের কোনো মালামাল বাদ রাখেনি বলেও জানান তিনি।
সবুজ রায় বলেন, ‘ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করায় এবং গাছ ভেঙে তারের ওপর পড়ায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। না পেলে আমি কী করে দেব।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, হামলার পর খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।