খোকাসহ চারজনের বিরুদ্ধে আংশিক চার্জ শুনানি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/24/photo-1435152190.jpg)
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আংশিক চার্জ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ মো. আতাউর রহমানের আদালতে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল।
খোকার আইনজীবী ঢাকা বারের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া আজ চার্জ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময়ের আবেদন নাকচ করে চার্জ গঠন করার জন্যে নিবেদন করেন।
পরে বিচারক রাষ্ট্রপক্ষের কথা সমর্থন করে আসামিপক্ষকে সময় না দিয়ে চার্জ শুনানি করতে নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের উভয় আইনজীবী চার্জ শুনানি শুরু করেন। পরে আজ চার্জ শুনানি শেষ না হওয়ায় বিচারক আগামী ১৪ জুলাই পরবর্তী চার্জ শুনানির জন্য দিন ধার্য করেন।
খোকা ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন বনানীর ঢাকা সিটি করপোরেশন সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকিব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক।
২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) খোকাসহ চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলাটি করে। মামলায় তাঁদের বিরুদ্ধে বনানীতে সিটি করপোরেশন মার্কেটের কার পার্কিংয়ের স্থান ইজারার ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সাদেক হোসেন খোকা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।