সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের বিক্ষোভ

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের গেরিলা সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ। আজ শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তা কাকরাইল-নাইটেঙ্গেল মোড় হয়ে বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।
বিক্ষোভ শেষে সাদেক হোসেন খোকাকে নিয়ে অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিলের কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা। এসময় অশোভন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়া, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইরফান আহমেদ ফাহিম ভূঁইয়া, তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকরাম খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম নয়ন, গেন্ডারিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব জনি ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন মুন্না, কোতোয়ালি থানা যুবদল নেতা আব্দুস সোবহান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন মামুন, কবি নজরুল কলেজ ছাত্রদলের সহসভাপতি নাজিম উদ্দিন সজিব, যুগ্ম সম্পাদক রুহুল আমিন অন্তু, জামাল খান, জাহিদ হোসেন রাসেল, সজিব হোসেন স্বাধীন, সূত্রাপুর থানা ছাত্রদলের আহ্বয়াক আব্দুল ওয়াজেদ হিমেল, সদস্য সচিব সাব্বির ভূইয়া, যুগ্ম আহ্বায়ক সাইফ আহমেদ হিম, ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদ, সদস্য সচিব নাঈম ইসলাম, যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ন আহ্বায়ক মেহেদি হাসান সিয়াম, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইবু, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জসিম যুগ্ন আহ্বায়ক রুবেল আর কে কলেজের সদস্য সচিব রাব্বি ওয়ারী থানা স্বেচ্ছাসেবক নেতা জামিল আহমেদ তুহিন, আব্দুর রহমান ভূ্ঁইয়া, ছাত্রনেতা শরিফ হাসান, মামুন, আবু বক্কর, তুহিন, ফয়সাল, নাঈম, উজ্জ্বল আশিক হামিদ প্রমুখ।