মানিকগঞ্জে ২৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ২৭ জন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখযোগ্যভাবে, জেলার তিনটি আসনেই বিএনপির দলীয় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নিজ দলের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে করে নির্বাচনি মাঠে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠেছে।
আসনভিত্তিক মনোনয়নপত্র দাখিলকারী
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) : এ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— এস এ জিন্নাহ কবীর (বিএনপি), আবু বক্কর সিদ্দিক (জামায়াতে ইসলামী), মোহাম্মদ ইলিয়াছ হুসাইন (গণঅধিকার পরিষদ), তোজাম্মেল হক তোজা (স্বতন্ত্র), মো. হেদায়েতুল্লাহ (খেলাফত মজলিস), দিলীপ কুমার দাশ (মাইনরিটি জনতা পার্টি), মো. আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র), মো. শাহজাহান খান (জনতা দল) ও মো. খোরশেদ আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) : এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— মঈনুল ইসলাম খান শান্ত (বিএনপি), এস এম আব্দুল মান্নান (জাতীয় পার্টি), মো. সালাউদ্দিন (খেলাফত মজলিস), আবিদুর রহমান নোমান (স্বতন্ত্র), মো. আব্দুল হক মোল্লা (স্বতন্ত্র) ও মোহাম্মদ আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) : এই আসনে সর্বোচ্চ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— আফরোজা খানম রিতা (বিএনপি), মফিজুল ইসলাম খান কামাল (স্বতন্ত্র), মুহা. দেলওয়ার হোসাইন (জামায়াতে ইসলামী), আতাউর রহমান আতা (স্বতন্ত্র), রফিকুল ইসলাম (স্বতন্ত্র), মো. শাহজাহান আলী (বাংলাদেশ জাসদ), মুহাম্মদ সাঈদ নূর (খেলাফত মজলিস), মোহাম্মদ রফিকুল ইসলাম (এবি পার্টি), মো. ফারুক হোসেন (স্বতন্ত্র), মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (জাতীয় পার্টি-জেপি), আবুল বাশার বাদশা (জাতীয় পার্টি) ও সামসুদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থিতা তিনটি আসনেই বিএনপির দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নিজ দলের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা বলেন, মাঠপর্যায়ের বাস্তবতা ও নেতাকর্মীদের প্রত্যাশা থেকেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মানিকগঞ্জ-২ আসনে আবিদুর রহমান নোমান ও মো. আব্দুল হক মোল্লা দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মানিকগঞ্জ-৩ আসনে আতাউর রহমান আতা জানান, দলের স্বার্থ ও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের এই চিত্র মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনেই নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ