ওমানে কারখানায় পুড়ে চার বাংলাদেশির মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/11/photo-1423660527.jpg)
ওমানের বুরাইমি শহরে প্লাস্টিক কারখানার আগুনে পুড়ে মারা গেছেন চার বাংলাদেশী
ওমানের বুরাইমি শহরে আগুনে পুড়ে চার বাংলাদেশি মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগলে এ ঘটনা ঘটে। এতে আরো দুই পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে।
ওমানের জননিরাপত্তা ও জরুরি সেবা দপ্তরের বরাত দিয়ে আজ বুধবার এ কথা জানায় অনলাইন সংবাদমাধ্যম টাইমস অব ওমান।
ওমান পুলিশ জানিয়েছে, এক প্লাস্টিক কারখানায় সংগঠিত অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে।
মাসকটে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস অব ওমান জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে চারজনকে নিজেদের নাগরিক হিসেবে শনাক্ত করেছে বাংলাদেশ। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি।