লক্ষ্মীপুরে ছেলে-নাতির পিটুনিতে গাড়িচালক নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ মান্দারী গ্রামে ছেলে ও নাতির পিটুনিতে মো. শামছুদ্দিন নামের এক গাড়িচালক নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আজ রোববার সকাল ৯টার দিকে মারা যান শামছুদ্দিন।
এ ঘটনার পর থেকে শামছুদ্দিনের ছেলে বিল্লাল হোসেন ও নাতি পিন্টু ওরফে পিনা পলাতক রয়েছেন।
শামছুদ্দিন পরিবার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মিজানুর রহিম জানান, জমি নিয়ে শুক্রবার রাতে শামছুদ্দিন ও তাঁর ছেলে ও নাতি কথা বলছিলেন। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে বড় ছেলে বেলাল ও বেলালের ছেলে পিনা শামছুদ্দিনের চোখে আঘাত এবং বেদম মারধর করেন। পরে আহত অবস্থায় শামছুদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার জন্য মেয়ে রওশন আরা বেগমের লক্ষ্মীপুরের পুলিশ লাইনসের পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় শামছুদ্দিনকে। আজ সকালে তিনি সেখানে মারা যান। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, ছেলে ও নাতির পিটুনিতে বাবা নিহত হয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। শামছুদ্দিনের ছেলে বেলাল ও নাতিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।