খোকাকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/11/photo-1423667749.jpg)
বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ তিনজনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ নির্দেশ দেন। আগামী ২৯ মার্চের মধ্যে খোকা আদালতে হাজির না হলে তাঁর অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে বলা হয়েছে।
২০১৩ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের লক্ষ্যে আসামিরা বোমা হামলা করে। এ ঘটনায় রাজধানীর শেরে বাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বার্তা সংস্থা বাসস জানায়, গত বছরের ২১ অক্টোবর মামলার ২৩ আসামির মধ্যে খোকাসহ ৯ আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় পলাতক অন্য আসামিরা হলেন তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।
গত বছরের ৭ এপ্রিল সাদেক হোসেন খোকা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।