বিএনপি-জামায়াতের নেতাদের গ্রেপ্তার না করায় ওসি প্রত্যাহার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/26/photo-1435320206.jpg)
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিএনপি-জামায়াতে ইসলামীর নেতাদের গ্রেপ্তার না করায় পটুয়াখালীর দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. মোসফেকুর রহমান।
পুলিশ সুপার জানান, ওসি হাবিব দুমকি থানায় যোগদানের পরই তাঁর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ নানা অভিযোগ করছিল। বিভিন্ন সময়ে পরিচালিত তদন্তে ওসি হাবিবের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের তালিকাভুক্ত নেতাকর্মীদের সঙ্গে প্রকাশ্য চলাফেরা ও গোপন সভা করার প্রমাণ মিলেছে। এ ছাড়া বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়া সত্ত্বেও বিএনপি ও জামায়াতের কিছু নেতাকে গ্রেপ্তার না করে প্রকাশ্যে ঘোরাফেরা করার সুযোগ করে দেন ওসি হাবিব। এতে দুমকির আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটার পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন মহলে অভিযোগ করা হলে এ ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে ওসি হাবিবুর রহমান পটুয়াখালীর দশমিনা ও মির্জাগঞ্জ থানায় কর্মরত ছিলেন বলে জানান পুলিশ সুপার।