গণপিটুনিতে নিহত বাংলাদেশির লাশ দেয়নি বিএসএফ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/27/photo-1435426651.jpg)
সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকায় গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক সোহেল আহমেদের লাশ ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে আগামীকাল রোববার ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে তারা।
আজ শনিবার দুপুরে সীমান্তের ভোমরা-ঘোজাডাঙ্গা জিরো পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সঙ্গে পতাকা বৈঠকে এ কথা জানিয়েছে বিএসএফ।
রাতে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম এনটিভি অনলাইনকে জানান, ‘সোহেলের লাশটি বশিরহাটে পুলিশের কাছে রয়েছে। রোববার কোনো একসময় ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ। তবে এ মৃত্যুর ব্যাপারে তাঁরা কিছু জানেন না বলে জানিয়েছেন।’
জানা গেছে, দুদিন আগে সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের আবু সালেকের ছেলে সোহেল (২৭) গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের বশিরহাটের আমতলা এলাকায় গ্রামবাসী তাঁকে পিটিয়ে আহত করে।
গুরুতর অবস্থায় সোহেলকে বিএসএফের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিএসএফ তাঁকে নিতে অস্বীকৃতি জানায়। পরে তাঁকে বশিরহাট থানা পুলিশে হস্তান্তরের উদ্যোগ নেয় গ্রামবাসী। কিন্তু পথেই সোহেল মারা যায়। শুক্রবার সন্ধ্যা থেকে তাঁর লাশ বশিরহাটের সংগ্রামপুর ব্রিজের কাছে পড়েছিল। পরে লাশ পুলিশ হেফাজতে নেয়।
এ খবর বাংলাদেশে পৌঁছালে বিজিবি এর প্রতিবাদ জানায়। শনিবার পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল ও বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম।
অপরদিকে বিএসএফের নেতৃত্বে ছিলেন ১৪৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রত্নেশ্বর।