খুলনায় জামায়াতের ২৪ নারীকর্মী আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/28/photo-1435500976.jpg)
খুলনার কয়রা উপজেলার গোগরাকাটি গ্রাম থেকে আজ রোববার দুপুরে জামায়াতে ইসলামীর ২৪ নারীকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে সাতটি বোমা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে পুলিশ দাবি করেছে।
খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দুপুরের পর গোগরাকাটি গ্রামের জামায়াতে ইসলামীর মাওলানা আবদুল হাইয়ের বাড়িতে গোপন বৈঠক করা কালে পুলিশ সেখানে হানা দেয়। এই সময় কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে সাতটি বোমা ও বিস্ফোরক দ্রব্যসহ ২৪ জন নারীকর্মীকে আটক করে থানায় আনা হয়।
পুলিশ সুপার আরো জানান, আটক নারীরা জামায়াতে ইসলামীর কর্মী। তাঁদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হবে।