কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় দুজন নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলায় ক্যাভার্ড ভ্যানচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ধরনীপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন মুরাদনগর উপজেলার আকবর হোসেন ও কবির হোসেন। এতে আহত হন একই উপজেলার মমতাজ উদ্দিন ও ক্যাভার্ডভ্যান চালকের সহকারী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ক্যাভার্ডভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ধরনীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা বলেন, আহত দুজনকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ গাড়ি ও লাশগুলো উদ্ধার করেছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা