তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির দাবি চিকিৎসকদের
তামাক ও তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে চিকিৎসকরা। আজ রোববার দুপুরে ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে কুমিল্লা টাউল হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে চিকিৎসকরা ব্যানার, প্লে-কার্ড, ফেস্টুন নিয়ে অংশ নেয়। এ সময় ‘উন্নয়ন জনস্বাস্থ্যের’, ‘চাইলে দেশের সমৃদ্ধি, করতে হবে তামাক ও তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধি’, স্লোগান দিয়ে তামাকের ওপর কর বৃদ্ধির দাবি জানায় চিকিৎসকরা।
মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মাহবুবুল করিম, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প পরিচালক মো. গোলাম রসুল, সূর্যের হাসি ক্লিনিকের প্রকল্প পরিচালক কাজী ইকরাম হোসেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা