বাড়বে বৃষ্টি, ফুলবে নদী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/01/photo-1435757957.jpg)
আগামী ৭২ ঘণ্টায় আরো বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। ফলে গরমও কিছুটা কমবে।
আবহাওয়া অধিদফতর জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে দেশের নদ-নদীর ১৯টি স্থানে পানি বৃদ্ধি এবং ৫৮টি স্থানে হ্রাস পেয়েছে। এ ছাড়া একটি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ব্রহ্মপুত্র, গঙ্গা ও সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং যমুনা ও পদ্মা নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তবে এই সময়ে গঙ্গা ও মেঘনা নদীর পানি অপরিবর্তিত থাকতে পারে।
পাউবোর ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ১৯টি স্থানে পানি বৃদ্ধি ও ৫৮টি স্থানে পানি হ্রাস পেয়েছে। পাঁচটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং দুটি স্থানের তথ্য পাওয়া যায়নি। কংস নদীর পানি জারিয়া জাঞ্জাইলে বিপৎসীমার নয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে কম সক্রিয়। দক্ষিণাংশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে।