বান্দরবান ছাত্রশিবিরের সভাপতি গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/02/photo-1496395591.jpg)
ইসলামী ছাত্রশিবির বান্দরবান জেলা শাখার সভাপতি রুহুল আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে পুলিশ জেলা শহরের ফায়ার সার্ভিসপাড়ার বাসা থেকে রুহুল আমীনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে সদর থানায় মামলা রয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজান জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে বান্দরবান বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আবুল কালাম দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার মামলায় রুহুল আমীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কোনো মামলা নেই।