২০ দিনের জন্য বাড়ি ভাড়া, সন্দেহে আটক ৮

মাগুরার শালিখা উপজেলায় ২০ দিনের জন্য বাড়ি ভাড়া দেওয়ায় পুলিশ সন্দেহবশত বাড়িরমালিকসহ সাত ভাড়াটিয়াকে আটক করার কথা জানিয়েছে।
গতকাল শুক্রবারই উপজেলার আড়পাড়া বাজারের জামায়াতকর্মী অ্যাডভোকেট ফরিদ আহমেদের বাড়ি ২০ দিনের ভাড়া নেয় সাত ব্যক্তি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
আটক অন্যরা হলেন- মো. বাচ্চু, ওবাইদুর রহমান, আবুল বাসার, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পীরের চর গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক দাবি করেছেন, তাঁদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁরা নিজেদের খুচরা ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় এবং ২০ দিনের বাড়ি ভাড়া নেয়।
কোন উদ্দেশে তারা মাত্র ২০ দিনের জন্য বাড়ি ভাড়া নিয়েছিল তার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতা, প্রতারণা বা অন্য কিছু থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আটজনের বিরুদ্ধে শালিখা থানায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।