কুমিল্লায় সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। ওই মহাসড়কেই অন্য একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার কুমিল্লার কালাকচুয়া ও পদুয়ারবাজারে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
নিহত শিক্ষকের নাম মো. কামরুল হাসান। তিনি দেবিদ্বারের সুহিলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লাগামী মোটরসাইকেলকে পেছন থেকে নোয়াখালীগামী হিমাচল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়। নিহতদের একজন হচ্ছেন মো. কামরুল হাসান। তবে নিহত হওয়া অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এদিকে পদুয়ার বাজার এলাকায় ফল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম চাঁদপুর জেলার কচুয়ার নূরপুর গ্রামের বাসিন্দা।
ওসি মাহবুবুর রহমান জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা