ঈদে রেলে যাত্রী বহনে সংকট থাকবে না : রেলমন্ত্রী
ঈদে ঘরমুখী রেলযাত্রী পরিবহনে কোনো সংকট থাকবে না বলে আশ্বাস দিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, ঈদে অতিরিক্ত ট্রেনের মাধ্যমে দৈনিক আড়াই লাখ যাত্রী পরিবহন করা হবে। রেলওয়ের সীমিত ক্ষমতা দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়া হবে।
urgentPhoto
আজ শনিবার সকালে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে নতুন ডেমু ট্রেন চালু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন। নগরীর রেলওয়ে স্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম, সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল, রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য বক্তব্য দেন।
ঢাকা-চট্টগ্রাম রেলপথে ডুয়েল গেজ নির্মাণ, দ্রুতগতির ট্রেন চালু, কর্ড লাইন নির্মাণসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, আগামী সাড়ে তিন বছরের শাসনামলে এসব প্রকল্পের কাজ শেষ করা হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রেন সংযোজনসহ সরকারের নেওয়া নতুন উদ্যোগের কথা জানান মন্ত্রী।
নতুন চালু হওয়া ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে। নাজিরহাট থেকে বেলা ১টায় ছাড়বে চট্টগ্রামের উদ্দেশে।