দাউদকান্দিতে এখনো যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুতে সৃষ্ট হওয়া দীর্ঘ যানজট কিছুটা কমেছে। তবে এখনো এই মহাসড়ক ব্যবহারকারীদের যানজটে আটকে থাকতে হচ্ছে।
মূলত ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী যানবাহনের চাপ বেড়ে যাওয়া এই মহাসড়কে যানজট সৃষ্টির কারণ। এ ছাড়া গোমতী সেতুর টোলপ্লাজায় নতুন করে বসানো ছয়টি ওয়েটস্কেল মেশিনে ভারী যানবাহনের ওজন নিতে দেরি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে আজ বৃহস্পতিবার ভোর থেকেই মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় যানজটের সৃষ্টি হতে থাকে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন বাড়তে শুরু হলে বাড়তে থাকে যানজটের তীব্রতা। দুপুর ১২টায় যানজটের দীর্ঘ লাইন টোলপ্লাজা থেকে শহীদনগর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় বিস্তার লাভ করে।
দুপুর ২টায় যানজট আরো বেড়ে মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা ছাড়িয়ে যায়।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ পরিস্থিতিতে মহাসড়কে পুলিশের তৎপরতায় দুপুরের পর থেকে যানজটের তীব্রতা কমতে থাকে। এই মুহূর্তে টোলপ্লাজা থেকে দাউদকান্দির বিশ্বরোড় পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। তবে তা নিরসনের চেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া কুমিল্লা সদর দক্ষিণ এলাকার পদুয়ারবাজার, সোয়াগাজী, চৌদ্দগ্রামের মিয়ারবাজার এলাকায় মাঝে মাঝেই যানজট সৃষ্টি হচ্ছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা